AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিশোরগঞ্জে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত ১৫


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০১:১৩ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

কিশোরগঞ্জে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত ১৫

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বাজারে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ সংঘর্ষে কয়েকটি দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ব্যবসায়ীরা দোকানপাট ভাঙচুর ও লুটপাটের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিরাজুল ইসলামের ছেলে পায়েল আহমেদ সম্প্রতি ভুবিরচর এলাকায় মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালালে স্থানীয় এক মসজিদের মোয়াজ্জেন তাকে বাধা দেন। এসময় পায়েল ক্ষিপ্ত হয়ে মোয়াজ্জেনের ওপর হাত তোলেন। পরে স্থানীয়রা তার মোটরসাইকেল আটক করে। বিষয়টি সমাধানে বাজার কমিটি কয়েকবার চেষ্টা করলেও মীমাংসা হয়নি।

শুক্রবার সন্ধ্যায় মোয়াজ্জেনের ভাইয়ের ফার্মেসিতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় পায়েল ও তার সহযোগীরা। এসময় বাজার কমিটির লোকজন প্রতিরোধে এগিয়ে এলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ইটপাটকেল নিক্ষেপ, দোকানপাট ভাঙচুর এবং দুটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, “দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

 

একুশে সংবাদ/কি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!