গোপালগঞ্জের মুকসুদপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূর্ণ হলো। বহু দিনের দাবি মেনে মুকসুদপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর “জাহানাবাদ এক্সপ্রেস” মুকসুদপুর স্টেশনে প্রথমবারের মতো থামলে পুরো এলাকা আনন্দে মুখর হয়ে ওঠে।
এলাকাবাসীর দাবি ছিল, মুকসুদপুর স্টেশনকে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। প্রতিদিন শত শত যাত্রীকে নিকটবর্তী স্টেশনগুলোতে গিয়ে ট্রেন ধরতে হতো, যা সময়সাপেক্ষ ও ভোগান্তিকর ছিল। আজকের যাত্রাবিরতিকে স্থানীয়রা দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি হিসেবে দেখছেন।
স্থানীয় সূত্র জানায়, ফরিদপুরের ভাঙ্গায় রেল লাইন অবরোধ থাকায় বিশেষ পরিস্থিতিতে জাহানাবাদ এক্সপ্রেস মুকসুদপুর স্টেশনে যাত্রাবিরতি দেয়। তবে এটি প্রথমবার ট্রেন থামায় স্থানীয়দের মধ্যে আনন্দের জোয়ার দেখা দেয়। অনেকে পরিবার-পরিজন নিয়ে স্টেশনে উপস্থিত হয়ে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।
মুকসুদপুরের প্রবীণ বাসিন্দারা জানান, এ যাত্রাবিরতি যদি নিয়মিত চালু হয়, তবে মুকসুদপুর ও আশপাশের কয়েকটি উপজেলার মানুষের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ করে ঢাকা ও খুলনা অভিমুখী যাত্রীদের জন্য এটি এক বিশাল স্বস্তি হবে।
সমাজসেবী সাঈদুজ্জামান সাঈদ বলেন, “আজকের এই যাত্রাবিরতি আমাদের আশার আলো দেখালো। যদি নিয়মিত চালু হয়, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের জীবন অনেক সহজ হবে।”
মুকসুদপুরবাসী মনে করছে, নিয়মিত ট্রেন যাত্রাবিরতি চালু হলে শুধু যোগাযোগই নয়, অর্থনৈতিক কার্যক্রমও গতিশীল হবে। স্থানীয় ব্যবসায়ী ও পণ্য পরিবহনকারীরাও এ থেকে উপকৃত হবেন।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে