নওগাঁর মান্দা উপজেলার পরানপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ-এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলনে অংশ নেন শিক্ষার্থী তিশা, রাজমিন, হুমাইরা, নাসরিন, জোবায়ের, আল আমিন, রবিউল, ফারুকসহ শতাধিক শিক্ষার্থী এবং স্থানীয়রা।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ বিদ্যালয় পরিচালনায় একক আধিপত্য বিস্তার করছেন। দলীয় প্রভাব ব্যবহার করে অবৈধভাবে শিক্ষক নিয়োগে প্রায় অর্ধকোটি টাকা লেনদেন করেছেন বলে তারা দাবি করেন। এছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অভিভাবক ও এলাকাবাসীর সঙ্গে দুর্ব্যবহার, ক্ষমতার অপব্যবহার এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও বিক্ষোভকারীরা উল্লেখ করেছেন।
স্থানীয়রা বলেন, “উনি প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে সাহস পায় না। প্রতিবাদ করলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। এমন পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন।”
বিক্ষোভ চলাকালে উত্তেজিত জনতা প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাস্থলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, উপজেলা বিএনপি ও জামায়াতপন্থী বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। স্থানীয়রা দ্রুত সময়ে প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ-এর অপসারণ এবং তদন্ত দাবি করেছেন।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে