ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে কৃষি খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে ডাম্পিং স্টেশনের রাস্তার কাজ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম শহিদ, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মামুন, হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: জহির উদ্দিন, ময়মনসিংহ (দঃ) জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ জুয়েল, ময়মনসিংহ (দঃ) জেলা ওলামা দলের আহবায়ক আলহাজ্ব মাওলানা মফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সহসভাপতি তাজউদ্দিন শেখ, বিএনপি নেতা জলিলুর রহমান, উপজেলা জাসাসের সহসভাপতি সফিউল্লাহ আনসারী, হবিরবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফ আহমেদ মন্ডল, যুবদল নেতা তোফায়েল আহমেদ রানা, রফিকুল ইসলাম, রাইসুল ইসলাম রকিব, হুমায়ুন কবির, উজ্জল মিয়াসহ স্থানীয় এলাকাবাসী।
উদ্বোধন শেষে অতিথিরা আশা প্রকাশ করেন, রাস্তার উন্নয়নকাজ সম্পন্ন হলে স্থানীয়দের যাতায়াত সহজ হবে এবং এলাকায় যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে