নওগাঁর মান্দা উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের অর্জুনের মোড় এলাকায় মঙ্গলবার রাতের আঁধারে এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছচাষি আব্দুল মজিদ।
ভুক্তভোগী আব্দুল মজিদ জানান, দীর্ঘদিন বিদেশে শ্রম দিয়ে উপার্জিত অর্থ নিয়ে দেশে ফিরে স্বাবলম্বী হওয়ার আশায় মাছ চাষে নামেন। তিনি উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকরামানন্দ গ্রামের আহাম্মদ আলী গংদের মালিকানাধীন একটি পুকুর তিন বছরের জন্য লিজ নিয়ে কয়েক প্রজাতির মাছ চাষ শুরু করেন।
তবে হঠাৎ দুর্বৃত্তরা গত মঙ্গলবার রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ নিধন করে। স্থানীয়দের মাধ্যমে বুধবার সকালে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে হতাশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, “মাত্র তিন মাস হলো পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করি। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ এক রাতে দুর্বৃত্তরা বিষ দিয়ে আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে। একই সঙ্গে পুকুরপাড়ের কিছু গাছও কেটে ফেলা হয়েছে। পুকুরের মালিকদের নিজেদের মধ্যে জমি নিয়ে পুরনো বিরোধ থাকতে পারে, কিন্তু আমি তাতে জড়িত নই। যারা এ ঘৃণ্য কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
অপরদিকে পার্শ্ববর্তী চকচম্পকবড় গ্রামের মৃত কিয়ামতুল্লাহর ছেলে আব্দুল জলিল দাবি করেন, পুকুরটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। তিনি বলেন, “আমি মূল মালিকদের সাতজনের অংশ কিনেছি প্রায় তিন বছর আগে। পরে দখলে নিতে গিয়ে কিছু গাছ কাটার ঘটনা ঘটেছিল। তবে পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় আমি সম্পূর্ণ নির্দোষ। বরং আমিও সেখানে মাছ চাষ করছিলাম।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মাঝে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “বিষয়টি আমাদের জানা নেই। তবে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/ন.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

