AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকাসহ গ্রেফতার ১


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
১০:৫৬ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২৫

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকাসহ গ্রেফতার ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকাসহ রাজন মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের সার্বিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ সাইদুর রহমান খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে শ্রীমঙ্গল পৌরসভার সোনার বাংলা রোডের নতুন বাজারে নিউ আপন জুয়েলার্স ওয়ার্কস দোকানের সামনে একটি সিএনজি অটোরিকশা থেকে আসামি রাজন মিয়ার হেফাজতে থাকা বিপুল পরিমাণ ফুচকা জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—১১টি সাদা রঙের প্লাস্টিকের বস্তা এবং ১টি লাল রঙের প্লাস্টিকের নেট বস্তা, সর্বমোট ১২ বস্তা ভারতীয় ফুচকা। এর ওজন ৫১৬ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩ হাজার ২০০ টাকা। এছাড়া ব্যবহৃত সিএনজি অটোরিকশা (রেজি: মৌলভীবাজার-থ-১২-৪৮১৬) জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি চোরাচালানের মাধ্যমে ভারতীয় ফুচকা বাংলাদেশে আমদানি করছিল।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 


একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!