সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির কাউন্সিল স্থগিত ও ওয়ার্ড কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে মহিষখলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেওয়া এ মিছিলে “আওয়ামী লীগপন্থি কমিটি মানি না, মানবো না”, “ত্যাগীদের মূল্যায়ন করতে হবে”সহ বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য জামাল হোসেন মেম্বার ও সাহেদ আলী মেম্বার, ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য মো. দুলাল আহমেদ ও মো. মানিক মিয়া, বিএনপি নেতা মো. আনিসুল হক বাচ্চু এবং সাবেক ইউনিয়ন কমিটির সহ-সভাপতি আব্দুস সালাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগপন্থিদের অন্তর্ভুক্ত করে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। অথচ দীর্ঘদিনের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। তারা বিতর্কিত কমিটি বাতিল করে যোগ্য ও তৃণমূল নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াত, ১নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার ও আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন মিছিলে যোগ দিয়ে আশ্বাস দেন। তারা বলেন, “অভিযোগগুলো গুরুত্ব সহকারে দেখা হবে। উপজেলায় বসে সাংগঠনিকভাবে সুন্দর ও সুষ্ঠু সমাধান দেওয়া হবে।”
পরে উপজেলা নেতাদের আশ্বাসে পদবঞ্চিত নেতাকর্মীরা আপাতত আন্দোলন স্থগিত করে সন্তোষ প্রকাশ করেন এবং সুন্দর ফয়সালার অপেক্ষায় থাকবেন বলে জানান।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে