পাবনার বেড়া উপজেলার বাসিন্দারা পাবনা-১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন। বিএনপি ও তার অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী এই বিক্ষোভে অংশ নেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে দাবি জানিয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে বেড়ার সি অ্যান্ড বি মোড়ে মহাসড়ক অবরোধ শুরু হয়।
অবরোধকারীরা ‘সীমানা পরিবর্তন নয়, জনগণের অধিকার চাই’, ‘পাবনা-১ এর সীমানা কারো ব্যক্তিগত সম্পদ নয়’, ‘জনগণের কণ্ঠস্বর দমন করা যাবে না’, ‘গণদাবি মানা না হলে গণআন্দোলন হবে’, ‘নির্বাচন কমিশনের অবৈধ গেজেট গ্রহণযোগ্য নয়’, ‘বেড়া-সাঁথিয়ার বৈষম্য সহ্য করা হবে না’ ইত্যাদি স্লোগান দেন।
তারা অভিযোগ করেন, বেড়া উপজেলা আলাদা করে পাবনা-১ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ অন্যায়। তারা উল্লেখ করেছেন, বেড়া উপজেলার মানুষের ব্যবসা ও জীবিকা সাঁথিয়ার সঙ্গে আরও বেশি যুক্ত।
বিক্ষোভে নেতৃত্ব দেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন খাজা।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, সীমানা পুনর্বহালের দাবিতে লোকজন বিক্ষোভ করছে। পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে