টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে শনিবার দিবাগত রাত ১টার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বাসা এবং পার্কিংয়ে রাখা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাসার কেয়ারটেকার জানান, হামলাকারীরা ১০–১৫ জনের একটি দল ছিল, যাদের মধ্যে কেউ মুখ বাঁধা ও হেলমেট পরা ছিলেন। তারা ইটপাটকেল নিক্ষেপ করে মই দিয়ে গেট টপকিয়ে ভেতরে প্রবেশ করে। আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। কাদের সিদ্দিকী নিজ বাসায় উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহমেদ জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে, শনিবার বাসাইলে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশের সঙ্গে তৎকালীন ‘ছাত্র সমাজ’ নামে অন্য একটি ছাত্রসমাবেশ একই সময়ে অনুষ্ঠিত হওয়ায় রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাসাইল শহীদ মিনার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে