ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জনগণের ভাবনা ও প্রত্যাশার আলোকে সাংবাদিক ও জনতার মুখোমুখি আলোচনা সভা করেছেন জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম-২০২৫ এর টিম লিডার এবং অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের সভাপতি আহসান উদ্দিন খান শিপন।
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সরাইল জেলা পরিষদ অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ জামাল। অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় দৈনিকের সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় আহসান উদ্দিন খান শিপন বলেন, “বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ও রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ ঘোষিত প্রার্থী ছিলাম। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে চূড়ান্ত মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেছি এবং তাকে বিজয়ী করতে সক্ষম হয়েছিলাম।”
এসময় তিনি সরাইল-আশুগঞ্জকে আধুনিকায়নের জন্য ২৯ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। আলোচনা সভায় সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ বিভিন্ন প্রশ্ন করলে তিনি সন্তোষজনক উত্তর দেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহ ওয়ালী উল্লাহ জাবেদ।
একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে