AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে শিশু ধর্ষনের অভিযোগে ধর্ষক শাহীন গ্রেফতার


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০৪:৫১ পিএম, ৪ সেপ্টেম্বর, ২০২৫

মাদারগঞ্জে শিশু ধর্ষনের অভিযোগে ধর্ষক শাহীন গ্রেফতার

জামালপুরের মাদারগঞ্জে মোবাইলে কার্টুন ভিডিও দেখানোর কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী শাহীন কুলিকে গ্রেফতার করা হয়েছে ৷

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ।

জানাগেছে , গত ২৯ আগস্ট শুক্রবার উপজেলার সিধুলী ইউনিয়নের বীর লোটাবর চকপাড়া মোতালেব এর মেয়ে ও বীর ভাটিয়ান ঈদগাহ মাদরাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী পাচ বছরের শিশু ও প্রতিবেশী ২ বান্ধুবীকে নিয়ে বাড়ীর পাশে খেলাধুলা করতে ছিল। এক পর্যায়ে বিকাল ৫ টায় বীর লুটাবর এলাকার জালাল কুলির ছেলে শাহীন কুলি (৪৫) তিন শিশুকে কার্টুন দেখানোর কথা বলে ঘরে ডেকে নেয়। ৭ বছরী এক শিশু হাতে কামড় দিয়ে চলে আসলেও ২ শিশু আর ফিরতে পারেনি। পরে শাহীন মিয়া ৫ বছরী এক শিশুকে ধর্ষন করে। তার আরেক খেলার সাথীকে ধর্ষনের চেষ্টা করে৷ এদিকে ধর্ষিত শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় শনিবার রাতেই জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । পরে ১ সেপ্টেম্বর মোতালেব মিয়া বাদী হয়ে ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করে।

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগেও অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সে ঘটনায় মামলা হয় ও গ্রেফতার হয়ে কারাভোগও করে শাহীন।

এদিকে কথা হলে বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, শিশু ধর্ষনের অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা আসামীকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় পরিচালনা করি। পরবর্তীতে জামালপুর র‍্যাবের সহায়তায় ধর্ষক শাহীন মিয়াকে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানা মাসকান্দা এলাকা থেকে গ্রেফতার করে আনা হয়৷ তাকে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/জা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!