নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অপহৃত গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিনকে রাজধানীর পোস্তগোলা সেতু সংলগ্ন বাবুবাজার এলাকা থেকে বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ। এ সময় জহিরুল ইসলাম নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বুধবার দুপুর ২টার দিকে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন নিজ বাড়ি থেকে প্রাইভেটকারে করে ভুলতা এলাকার আজিজ মার্কেটে একটি বেসরকারি ব্যাংকে কাজে যান। কাজ শেষে ব্যাংক থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে অপহরণ করে।
পুলিশ খবর পেয়ে আধুনিক প্রযুক্তির সহায়তায় রাত ৯টার দিকে, অপহরণের প্রায় সাত ঘণ্টা পর, রাজধানীর পোস্তগোলা সেতু সংলগ্ন বাবুবাজার এলাকা থেকে নাসির উদ্দিনকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একুশে সংবাদ/না.প্র/এ.জে