লক্ষ্মীপুর জেলার খাদ্য পণ্য পরিবেশকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভি দাস। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী সেমিনারের সভাপতিত্ব করেন।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা শাখার সহকারী পরিচালক নুর হোসেন এবং খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম।
সেমিনারে অংশগ্রহণকারীদের কাছে মানহীন পণ্য বিক্রির প্রতিরোধ, নকল ও ভেজাল খাদ্য প্রতিরোধে পরিবেশকদের দায়িত্ব, নিরাপদ খাদ্য আইন ও এর প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে তথ্য ও নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত খাদ্য পণ্যের পরিবেশকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে