AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছাত্রশিবির হুমকি ও নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং-এর প্রতিবাদ বাউফলে ছাত্রদলের বিক্ষোভ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৪৪ পিএম, ২ সেপ্টেম্বর, ২০২৫

ছাত্রশিবির হুমকি ও নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং-এর প্রতিবাদ বাউফলে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থীতার বিরুদ্ধে রিটকারী এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের ওপর হেনস্থা এবং সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে চলমান সাইবার বুলিংয়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা এতে অংশ নেন এবং বর্তমান পরিস্থিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, ছাত্রশিবির নেতাকর্মীরা নারীদের নিরাপত্তা ও মর্যাদার প্রতি হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা এক জঘন্য উদাহরণ হিসেবে সামনে এসেছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, দেশজুড়ে চলমান নারী শিক্ষার্থীদের ওপর সাইবার বুলিং রুখে দিতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। জাতীয়তাবাদী ছাত্রদল নারীর অধিকার ও সম্মানের পক্ষে বরাবর রাজপথে ছিল, আছে এবং থাকবে।

কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল কলেজ চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!