মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল থানার দুটি পৃথক টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন তানভীর হোসেন ইসলাম, পিতা চুনু মিয়া, সাং ক্যাথলিক মিশন রোড, শ্রীমঙ্গল। তিনি জিআর ৩০৯/১৯ (শ্রীমঙ্গল) মামলায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডপ্রাপ্ত ছিলেন তিনি।
অন্যজন হলেন সাকিব মিয়া (২৬), পিতা রহিম মিয়া, সাং সাইটুলা বস্তি, শ্রীমঙ্গল। তিনি সিআর ৩২৮/২৪ (শ্রীমঙ্গল) মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
এছাড়া সোমবার রাতে কমলগঞ্জের জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে সিআর ১০৭/১২ (বন) মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে