গাজীপুরের শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১ নম্বর সিএনবি এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে মহাসড়কের পূর্ব পাশে সওজ বিভাগ উচ্ছেদ অভিযান শুরু করে। তবে দুপুর দেড়টার দিকে স্থানীয় আজিজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যবসায়ী সওজের সার্ভেয়ার রবিউল ইসলামকে হামলা করে আহত করে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও হামলাকারীদের প্রতিরোধে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
স্থানীয়রা অভিযোগ করেন, আজিজুল ইসলাম দীর্ঘদিন ধরে সওজের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে তা ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছেন। এর ফলে মহাসড়কে যানবাহন চলাচল ও পথচারীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। অভিযোগের ভিত্তিতেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুর জেলা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, “হামলার সময় আমি অপর প্রান্তে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছিলাম। আহত সার্ভেয়ারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, হামলার পর আপাতত অভিযান বন্ধ রাখা হয়েছে।
সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে শতাধিক পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা অভিযানে সহযোগিতা করেন। এতে মহাসড়কের পাশের শতাধিক দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে