AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে পালানোর সময় মাগুরার সাবেক এমপি শিখরের ভাই চুয়াডাঙ্গায় গ্রেফতার



ভারতে পালানোর সময় মাগুরার সাবেক এমপি শিখরের ভাই চুয়াডাঙ্গায় গ্রেফতার

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসাম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করে সদর থানা পুলিশের একটি দল।

পুলিশ জানায়, জুলাই ও আগস্ট মাসে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া অন্তত পাঁচটি মামলার এজাহারে তার নাম রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশরাফুজ্জামান হিসাম দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে রেলস্টেশনে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।”

তিনি আরও জানান, আটককালে তার কাছ থেকে তালাবদ্ধ একটি ব্যাগ জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাগের ভেতরে পাসপোর্ট রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে মাগুরা সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তাদের একটি দল আসার পর ব্যাগের তালা খোলা হবে।

 

একুশে সংবাদ/চু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!