বগুড়ার আদমদীঘিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি চোরাই গরু উদ্ধার এবং চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। গত রবিবার (৩১ আগস্ট) রাতে উপজেলার বিনাহালী গ্রাম থেকে ওই গরুগুলো উদ্ধার করা হয়।
রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত ৪টি গরুর মধ্যে দুটির মালিকানা খুঁজে পাওয়া গেছে, তবে অপর দুটি গরুর মালিকের সন্ধান পাওয়া যায়নি।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানা পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার নশরতপুর ইউনিয়নের বিনাহালী গ্রামের হাসান কাজীর ছেলে হারুনুর রশিদের বাড়ি থেকে একটি গাভী এবং একটি বাছুর উদ্ধার করে। একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে ইসলাম হোসেনের বাড়ি থেকে ২টি লাল রঙের বোকনা গরু উদ্ধার করা হয়। গাভী ও বাছুরের মালিকের সন্ধান পাওয়া গেলেও দুটি লাল রঙের বোকনা গরুর মালিকের সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিনাহালী গ্রাম থেকে ৪টি চোরাই গরু উদ্ধার এবং চোরচক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সংক্রান্ত আদমদীঘি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে