AB Bank
  • ঢাকা
  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৩:০৩ পিএম, ৩০ আগস্ট, ২০২৫

বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশন এর ২০২৫-২০২৭ মেয়াদী দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, জানিয়েছেন এই নির্বাচনের বোর্ড চেয়ারম্যান। যোগ্য প্রার্থী ভোট দিয়ে জয়ী করতে চান ভোটাররা।

শনিবার (৩০ আগষ্ট) রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। মোট ভোটার সংখ্যা ১৪৫ জন। মোট ১৬ টি পদের তিন টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩ জন প্রার্থী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩টি পদে দুটি প্যানেলে ৩৮ জন প্রার্থী।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সম্পাদক পদে এম.এম.এ.কবির সুমন, মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা পারভিন ও সিনিয়র সহ-সভাপতি পদে গোলাম সারোয়ার। 

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে হাজী মোঃ রাশেদ ও মোঃ মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি পদে হাজী মোঃ মোশাররফ হোসেন ও আলহাজ্ব গোলাম সারোয়ার, সহ-সভাপতি পদে মোঃ রেজাউল করিম,শফিকুল ইসলাম, কাজী মাহাবুব আলম ও হাজী মোঃ আফসার উদ্দিন সেলিম( নির্বাচিত হবেন ২ জন), সাধারণ সম্পাদক পদে মোঃ আবুল হোসেন খাঁন ও কাজী ইকবাল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জামাল হোসেন ও মির্জা রকিবুল হাসান, অর্থ সম্পাদক পদে আবুল কালাম আজাদ ও নুর নেওয়াজ, দপ্তর সম্পাদক পদে শেখ মোঃ আরীফ ও মোঃ রাজীব উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে রেজাউল করিম ও মোঃ শেখ সাহেদ, আইন ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে মোঃ আশরাফ উদ্দিন খান ও মোঃ আলমগীর, স্বাস্থ্য ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে গোলাম কিবরিয়া ও মোঃ সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক পদে সেলিনা পারভীন ও শাহানা আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে এইচ.এম. রায়হান ইসলাম রুবেল ও শফিকুল ইসলাম। 

এছাড়াও কার্যকরী সদস্য পদে মোঃ শামসুজ্জামান স্বপন, মোঃ ইমান হোসেন ইমরান, মোঃ ইসা, মোঃ আরিফ, মোঃ আমিনুল ইসলাম,আসিফ খাঁন বাবলু, মোঃ ইকবাল হোসেন, মোহাম্মদ বোরহান উদ্দীন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ সোহেল রানা ও মইনুল হক মিন্টু প্রতিদ্বন্দ্বিতা করেন (নির্বাচিত হবেন ৭ জন প্রার্থী)। 

নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন এই নির্বাচন কমিশনারগন। আজকে আমাদের মিলন মেলায় পরিনত হয়েছে পুরো নির্বাচনী এলাকা। আমরা প্রার্থীরা সকলেই ব্যবসায়ী ও একে অপরের আপনজন। কোন বিশৃঙ্খলা হবে না। নির্বাচনে যেই জয়ী হবে, তার সাথে এক হয়ে এই বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশনের উন্নয়নে কাজ করব।

একাধিক ভোটার বলেন, আজকে এক সাথে সবার সাথে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশনের উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। এসোসিয়েশনের সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য। 

বানিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও এই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ফিরোজ আল মামুন বলেন, নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রার্থী ও ভোটারদের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিক। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন পর্যবেক্ষক উপ সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন ও শরীফ মোস্তাফিজুর রহমান, প্রিজাইডিং অফিসার সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন, সহকারী প্রিজাইডিং অফিসার সিনিয়র সহকারী সচিব মোঃ সারোয়ার আলম সহ নির্বাচন পরিচালনায় সকল সদস্য। 

 

একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!