গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মশাল মিছিল, টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ ও সমাবেশ করেছে সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শহরের কলাবাগান এলাকার দলীয় কার্যালয় থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়কের পুলিশ লাইনসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় ১৫ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে বেশ কয়েকটি গাড়ি আটকা পড়ে।
এসময় তারা জাতীয় পার্টি নিষিদ্ধকরণ এবং দায়ী সেনা কর্মকর্তার বিচার দাবিতে স্লোগান দেন। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আল আমিন সরদার ও যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা।
বক্তারা বলেন, ভিপি নুরের ওপর হামলা মানে ২৪-এর গণঅভ্যুত্থানের ওপর হামলা, যুবসমাজের ওপর হামলা, ছাত্রসমাজের ওপর হামলা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলার সঙ্গে জড়িতদের বিচার ও জাতীয় পার্টি নিষিদ্ধ না করা হলে সারা দেশে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে