AB Bank
  • ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গা উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া


Ekushey Sangbad
ভাঙ্গা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
১০:৩২ পিএম, ৩০ আগস্ট, ২০২৫

ভাঙ্গা উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

বহু প্রতীক্ষার পর ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপির ২৫ সদস্য বিশিষ্ট নতুন (আংশিক) কমিটি ঘোষণা করেছে জেলা বিএনপি।

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন সাবেক সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা।

শনিবার (৩০ আগস্ট) ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত দলীয় চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই চিঠিতে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলা আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লার নেতৃত্বে শনিবার বিকেলে আনন্দ র‌্যালি বের করা হয়। এসময় নতুন কমিটিতে অন্তর্ভুক্ত নেতাকর্মী, পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

তবে পূর্ববর্তী পৌর কমিটি নিয়ে একটি পক্ষের ব্যাপক সমালোচনা থাকলেও উপজেলা কমিটিতে দুই গ্রুপের নেতাদের সমন্বয়ে ঘোষণার পর প্রকাশ্যে কোনো প্রতিবাদ দেখা যায়নি। পদবঞ্চিতদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেন, “নতুন কমিটি জেলা বিএনপি ঘোষণা করেছে। যতটুকু জানি, সমন্বয় করেই করা হয়েছে। তারপরও কারো আপত্তি থাকলে পূর্ণাঙ্গ কমিটি করার সময় তা সমন্বয় করে ঠিক করে নেওয়া হবে বলে আশা করি।”

অন্যদিকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ফরিদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু বলেন, “খন্দকার ইকবাল হোসেন সেলিম ও আইয়ুব মোল্লা কাজী জাফরউল্লাহ ও নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ। এদের কাছে বিএনপি নিরাপদ নয়। গত ১৭ বছর তারা আওয়ামী লীগের সঙ্গে আতাত করে বিএনপিকে দুর্বল করেছে, একজন কর্মীও বাড়াতে পারেনি। তাদের হাতে আবারও দায়িত্ব দেওয়া বিএনপিকে ধ্বংস করার শামিল।”

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!