AB Bank
  • ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে ভাঙ্গায় বিক্ষোভ ও এক্সপ্রেসওয়ে অবরোধ


Ekushey Sangbad
ভাঙ্গা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
১০:২৫ পিএম, ৩০ আগস্ট, ২০২৫

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে ভাঙ্গায় বিক্ষোভ ও এক্সপ্রেসওয়ে অবরোধ

বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের উপর নৃশংস হামলার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিক্ষোভ মিছিল ও এক্সপ্রেসওয়েতে অবরোধ করেছেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গোলচত্বরে তারা এ কর্মসূচি পালন করেন।

গণঅধিকার পরিষদের ফরিদপুর জেলা সভাপতি ফরহাদ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক্সপ্রেসওয়েতে গিয়ে শেষ হয়। এরপর তারা ঢাকা-মাওয়া-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করেন।

এসময় বক্তারা অভিযোগ করেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের হামলার সঙ্গে পরোক্ষভাবে জড়িত। তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে শত শত পরিবহন আটকে যায় এবং হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভ শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের ফরিদপুর জেলা সভাপতি ফরহাদ হোসেন, ভাঙ্গা উপজেলা সভাপতি আনিসুর রহমান, বোয়ালমারী উপজেলা সাধারণ সম্পাদক মুন্না ও অন্যান্য নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!