জাতীয় পার্টি, সেনাবাহিনী ও পুলিশের হামলার প্রতিবাদে গনঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ঝালকাঠি জেলায় ব্যাপক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দিনব্যাপি সদর, রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় বিভিন্ন ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
ঝালকাঠি সদরে বিকেল ৫টায় গনঅধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব বলেন, “ভিপি নুরের ওপর হামলা নিছক কোনো ঘটনা নয়, এটি পরিকল্পিত। নুর শুধু জুলাইয়ে নয়, ২০১৮ সাল থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। এই ধরনের হামলা দেশের মানুষ মেনে নেবে না। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার করতে হবে। একই সঙ্গে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে।”
রাজাপুরে বিকেল ৪টায় গনঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আব্দুল হামিদ (যুগ্ন আহবায়ক, রাজাপুর উপজেলা), আল আমিন সাজু (সাংগঠনিক সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ ঝালকাঠি জেলা), মাওলানা আল আমিন, মাওলানা বাইজিদ হক ফরাজী সহ অনেকে। বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার কড়া নিন্দা জানিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও জি এম কাদেরকে গ্রেফতারের দাবি জানান।
এদিকে কাঠালিয়ায় সন্ধ্যা ৭টায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কাঠালিয়া উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে