AB Bank
  • ঢাকা
  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিরোজপুরে সামাজিক উন্নয়নমূলক সংস্থা ‘উই রাইস রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০২:৪৭ পিএম, ৩০ আগস্ট, ২০২৫

পিরোজপুরে সামাজিক উন্নয়নমূলক সংস্থা ‘উই রাইস রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু

পিরোজপুরে সামাজিক উন্নয়নমূলক সংস্থা ‘উই রাইস রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা কলাখালি বাজারে সংস্থাটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংস্থার ভাইস প্রেসিডেন্ট দুলাল কৃষ্ণ বিশ্বাস সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সেক্রেটারি মো. আলাউদ্দিন খান, কোষাধক্ষ্য কিবরিয়া খান, এক্সিকিউটিভ মেম্বার বোরহান উদ্দিন, মফিজুর রহমান শেখ, সিয়াম তালুকদার ও ফিরোজা আক্তার। এছাড়াও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা কামাল উদ্দিন খান।

বক্তারা বলেন, উই রাইস রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন একটি সামাজিক উন্নয়নমূলক সংস্থা। এটি অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য কাজ করবে। সংস্থার উদ্যোগে পিরোজপুরের বিভিন্ন প্রান্তিক অঞ্চলের মানুষদের সহায়তা প্রদান করা হবে। আগামীতে প্রতিমাসে বেছে বেছে হতদরিদ্র মানুষদের সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে।

আলোচনার শেষে সংস্থার পক্ষ থেকে প্রায় শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ডাল, তেল ও কিছু নিত্যপ্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

পরবর্তীতে বিভিন্ন স্কুল, মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে কয়েক শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করা হয়।

 

একুশে সংবাদ/পি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!