আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখার উদ্যোগে ‘বিশেষ/অগ্রাধিকার ফসলের জন্য ৪% রেয়াতি মুনাফায় প্রান্তিক কৃষকদের জন্য গঠিত স্কিম’-এর আওতায় গাইবান্ধার প্রান্তিক কৃষকদের মাঝে প্রকাশ্যে বিনিয়োগের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ভেন্যুতে ধাপেরহাট বাজার, বকশীগঞ্জ বাজার ও কোমরপুর হাট এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রান্তিক কৃষকদের মাঝে এসব বিনিয়োগ চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা ব্যবস্থাপক এএসএম রবিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সিএমএআইডি-২ একেএম আমজাদ হোসেন।
এছাড়াও বক্তব্য দেন এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারী আব্দুল মান্নাফ, প্রান্তিক কৃষক আমিনুল ইসলাম ও মিতু আক্তার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি সৈয়দপুর শাখার এফএভিপি ও ব্যবস্থাপক মো. কামরুল আহসান।
শেষে এজেন্ট ব্যাংকিং আউটলেটের ৩৩৩ জন প্রান্তিক কৃষকের মাঝে মোট ২ কোটি ৫২ লাখ ৪৫ হাজার টাকার বিনিয়োগ চেক বিতরণ করা হয়।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে