নাটোরের লালপুরে দুস্থদের মাঝে ঢেউটিন এবং চেক বিতরণ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য বাইসাইকেলও বিতরণ করা হয়। উপজেলা পরিষদ ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে এবং গাছের চারা রোপণ করা হয়েছে।
পরবর্তী সময়ে উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো—থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্টেডিয়াম, লালপুর সদর ইউনিয়ন, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ, গোপালপুর পৌরসভা—পরিদর্শন করা হয়। একই দিনে গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশও অনুষ্ঠিত হয়।
সোমবার (২৫ আগস্ট) এই দিনব্যাপী কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
এসময় উপস্থিত ছিলেন:উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, লালপুর থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনজুর রহমান, যুব প্রশিক্ষণ কেন্দ্রের কোঅর্ডিনেটর ইকবাল মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. মাহমুদুল হাসান, গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ হযরত আলী, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাদ আহাম্মেদ শিবলী প্রমুখ।
উক্ত কার্যক্রমের মাধ্যমে দুস্থদের সহায়তা, শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরণ এবং স্থানীয় কৃষি ও মৎস্য সম্পদ উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে।
একুশে সংবাদ/না.প্র/এ.জে