AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিশারিতে ডাকাতের হামলা, গুলিবিদ্ধ ব্যবসায়ী ঢামেকে ভর্তি



ফিশারিতে ডাকাতের হামলা, গুলিবিদ্ধ ব্যবসায়ী ঢামেকে ভর্তি

কুমিল্লার দাউদকান্দিতে ফিশারিতে ডাকাত দলের হামলায় আমির হোসেন (৪৮) নামে এক মাছ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে আমিরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন গৌরীপুর মৎস্য প্রকল্পে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহত আমির হোসেন দাউদকান্দি থানার মাইথর কান্দি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

গুলিবিদ্ধ ব্যবসায়ীর ভাই বাদশা মিয়া জানান, “ভোরের দিকে প্রায় ১০-১২ জন ডাকাত দেশীয় অস্ত্র ও শর্টগান নিয়ে ফিশারিতে হামলা চালায়। এ সময় গুলিতে আমার ভাইয়ের বাম উরুতে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”

তিনি আরও বলেন, “ডাকাতরা ফিশারির ভেতরে ঢুকে সবাইকে ভয় দেখায়। গুলি করার পর আমি ছুটে গিয়ে ভাইকে উদ্ধার করি।”

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “সকালে কুমিল্লা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিশারিতে ডাকাত দলের গুলিতে তিনি আহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

 

একুলে সংবাদ/ ঢা. প./ সাএ

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!