বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও গায়ক ফজলুর রহমান বাবুর কণ্ঠে প্রকাশিত হলো নতুন মৌলিক গান ‘বিধি আমার মনটা যদি মমি করে রাখতে’। গানটি মুক্তি পেয়েছে ইউটিউব চ্যানেল SP Shahin Music-এ।
গানের কথা ও সুর করেছেন সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক, কথাশিল্পী ও ঔপন্যাসিক সনোজ কুণ্ডু।
অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও দুই বাংলার শ্রোতাদের কাছে সমান জনপ্রিয় বাবু। তাঁর গাওয়া ‘নিথুয়া পাথারে’ ও ‘ইন্দুবালা গো’ গান এখনো শ্রোতাদের হৃদয়ে জায়গা করে রেখেছে। নতুন গানেও সেই স্বতঃস্ফূর্ত কণ্ঠ ও আবেগময় পরিবেশনা শ্রোতাদের মন জয় করবে বলে প্রত্যাশা করছেন সংগীতপ্রেমীরা।
গীতিকার সনোজ কুণ্ডু বলেন, “সাহিত্যের মতো গানেও আমি আবেগ ও জীবনের গল্প বলতে চাই। এই গানটি সেই ধারাবাহিকতারই অংশ।”
সাহিত্য ও সুরের জগতে সমান দক্ষতার পরিচয় দেওয়া সনোজ কুণ্ডুর এই সৃষ্টিকে অনেকে ইতিমধ্যেই বছরের অন্যতম আলোচিত মুক্তি হিসেবে দেখছেন।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে