বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও গায়ক ফজলুর রহমান বাবু নতুন একটি মৌলিক গানে হাজির হচ্ছেন। শিগগিরই SP Shahin Music চ্যানেলে মুক্তি পাবে গানটি, যার শিরোনাম ‘বিধি আমার মনটা যদি মমি করে রাখতে’। গানটির কথা ও সুর করেছেন কথাশিল্পী সনোজ কুণ্ডু।
অভিনয়ের পাশাপাশি সংগীতে সমান জনপ্রিয় বাবু ‘নিথুয়া পাথারে’ ও ‘ইন্দুবালা গো’-এর মতো গান দিয়ে দুই বাংলার শ্রোতাদের হৃদয় জয় করেছেন। স্বতঃস্ফূর্ত কণ্ঠ ও অনবদ্য পরিবেশনায় তিনি সবসময়ই শ্রোতাদের মুগ্ধ করেছেন।
গানটির স্রষ্টা সনোজ কুণ্ডু একাধারে ঔপন্যাসিক, গল্পকার ও গীতিকার। এই গানে তিনি দিয়েছেন ভিন্নধর্মী আবেগময় রচনা ও সুর। ইতোমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান আশাবাদী, গানটি সঙ্গীতপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।
সংগীতপ্রেমীদের জন্য এটি হতে পারে বছরের অন্যতম প্রত্যাশিত মুক্তি।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে