AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফজলুর রহমান বাবুর কণ্ঠে সনোজ কুণ্ডুর নতুন গান ‘বিধি আমার মনটা যদি মমি করে রাখতে’



ফজলুর রহমান বাবুর কণ্ঠে সনোজ কুণ্ডুর নতুন গান ‘বিধি আমার মনটা যদি মমি করে রাখতে’

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও গায়ক ফজলুর রহমান বাবু নতুন একটি মৌলিক গানে হাজির হচ্ছেন। শিগগিরই SP Shahin Music চ্যানেলে মুক্তি পাবে গানটি, যার শিরোনাম ‘বিধি আমার মনটা যদি মমি করে রাখতে’। গানটির কথা ও সুর করেছেন কথাশিল্পী সনোজ কুণ্ডু।

অভিনয়ের পাশাপাশি সংগীতে সমান জনপ্রিয় বাবু ‘নিথুয়া পাথারে’ ও ‘ইন্দুবালা গো’-এর মতো গান দিয়ে দুই বাংলার শ্রোতাদের হৃদয় জয় করেছেন। স্বতঃস্ফূর্ত কণ্ঠ ও অনবদ্য পরিবেশনায় তিনি সবসময়ই শ্রোতাদের মুগ্ধ করেছেন।

গানটির স্রষ্টা সনোজ কুণ্ডু একাধারে ঔপন্যাসিক, গল্পকার ও গীতিকার। এই গানে তিনি দিয়েছেন ভিন্নধর্মী আবেগময় রচনা ও সুর। ইতোমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান আশাবাদী, গানটি সঙ্গীতপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।

সংগীতপ্রেমীদের জন্য এটি হতে পারে বছরের অন্যতম প্রত্যাশিত মুক্তি।

 

 

একুশে সংবাদ/গো.প্র/এ.জে

Link copied!