AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
সুন্দরবনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাঁকড়া আহরণ

আটক ২০ নৌকা রহস্যজনকভাবে মুক্তি, সাংবাদিকের সোর্সকে মারধর ও অপপ্রচার



আটক ২০ নৌকা রহস্যজনকভাবে মুক্তি, সাংবাদিকের সোর্সকে মারধর ও অপপ্রচার

সুন্দরবনে চলমান তিন মাসের প্রবেশ নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার গভীর রাতে প্রভাবশালী একদল জেলেরা ২০টি নৌকায় প্রায় ২০ লাখ টাকার কাঁকড়া আহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।বিষয়টি জানিয়ে মোংলা প্রতিনিধি খান আশিকুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা ৫০ মিনিটে চটেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রফিকুল ইসলামকে জানান। নৌকাগুলো আটক হলেও অজ্ঞাত কারণে পরে তা ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে সুন্দরবনের ভেতর থেকে এই নৌকাগুলো কাঁকড়া আহরণ করে ফিরছিল। প্রথমে মোংলা থানায় খবর দিলেও কর্তব্যরত কর্মকর্তার ঘুমিয়ে থাকার কারণে পরে চটেরহাট ফাঁড়িতে বিষয়টি জানানো হয়। এরপর ইনচার্জ ঘটনাস্থলে সোর্স পাঠানোর নির্দেশ দেন। মোঃ মিলন মল্লিক নামের ওই সোর্স ঘটনাস্থলে গেলে নৌকাগুলো আটক করা হয়।

অদ্ভুতভাবে আটক জেলেরা সোর্সকে ডাকাত আখ্যা দিয়ে প্রকাশ্যে মারধর করে এবং “চাঁদা নিতে এসেছে” মিথ্যা অপবাদ দিয়ে হামলা চালায়। এই ঘটনা পুলিশের সামনে ঘটলেও তাদের থেকে সোর্সকে উদ্ধার করে বাড়িতে পাঠানো হয়।

এছাড়া সোর্সের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন বক্তব্য ভিডিও ধারণ করা হয় এবং সাংবাদিক খান আশিকুজ্জামানের বিরুদ্ধে ২ হাজার টাকা চাঁদা দাবির মিথ্যা অপপ্রচার ছড়িয়ে দেওয়া হয়। স্থানীয় সচেতন মহল এই অপপ্রচারকে সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করছে।

পরে রহস্যজনকভাবে আটক নৌকাগুলো মুক্তি পায়, যা নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, কীভাবে তিন মাসের নিষেধাজ্ঞার সময় এই বহর বনাঞ্চলে প্রবেশ ও কাঁকড়া আহরণ করতে পারে, এবং প্রশাসনের চোখের সামনে নৌকাগুলো কেন ছেড়ে দেওয়া হলো। প্রভাবশালী কোনো চক্রের যোগসূত্র আছে কি না তাও জল্পনা সৃষ্টি করেছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, “বিষয়টি তদন্ত করা হচ্ছে, অভিযোগ সত্যি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

চটেরহাট ফাঁড়ির ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, “নৌকাগুলোতে কাঁকড়া ছিল, মানবিক কারণে জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে। অভিযোগ যাচাই করা হচ্ছে।”

সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার মোঃ রেজাউল করিম বলেন, “সুনির্দিষ্ট তথ্য পেলে বন বিভাগ আইনগত ব্যবস্থা নেবে।”

স্থানীয়রা আশঙ্কা করছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে এবং দায়ীদের আইনের আওতায় না আনা হলে সুন্দরবনের পরিবেশ ও প্রশাসনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

 

একুশে সংবাদ/বা.প্র/এ.জে

Link copied!