মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নাগেরহাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত পরিচালিত মনিটরিং অভিযানে দেখা যায়, ‘ঈশা আইসক্রিম ফ্যাক্টরি’তে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম প্রস্তুত করা হচ্ছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের জন্য সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল ইসলাম ও লৌহজং থানা পুলিশের একটি দল।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

