দেশের ৫০৭টি উপজেলা ও সিটি কর্পোরেশনকে পিছনে রেখে পটুয়াখালীর দুমকি উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধনে সেরা স্থান অধিকার করেছে। টানা দুই মাস (মে ও জুন) সেরা অবস্থানে থাকা দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক বর্ষসেরা হিসেবে নির্বাচিত হয়েছেন।
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, ক্যাবিনেট বিভাগ ও স্থানীয় সরকার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। ২০২৪-২৫ অর্থবছরের জন্ম ও মৃত্যু নিবন্ধনের সমন্বিত হারে দুমকি উপজেলাটি ১১৮.৫৬ শতাংশ অর্জন করে প্রথম স্থান লাভ করেছে। এর পেছনে দিনাজপুরের বিরল উপজেলা (১১৬.৫২%) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা (১১৫.১১%) রয়েছে।
মৃত্যু নিবন্ধনে দেশের ৯টি উপজেলা শতভাগ বা তার বেশি অর্জন করেছে, যার মধ্যে দুমকির মৃত্যু নিবন্ধনের হার ১৪১.৬৬ শতাংশ এবং জন্ম নিবন্ধনের হার ৯৫.৪৬ শতাংশ। এছাড়া ২৩টি উপজেলা জন্ম নিবন্ধনে শতভাগ বা তার বেশি অর্জন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক বলেন, “বর্ষসেরা হওয়া শুধু আমার değil, বরং দুমকিবাসীর সাফল্য। জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাদের সহযোগিতা ও স্থানীয় স্তরের কঠোর পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।”
পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আহসান হাবীব ও রেজিস্ট্রার জেনারেল মো. যাহিদ হোসেন এ সাফল্যের পেছনে টিমওয়ার্ক, নিয়মিত মনিটরিং ও জনসচেতনতা বৃদ্ধিকেই মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের উন্নতিতে স্থানীয় প্রশাসনের উদ্যোগ, নিবন্ধন কর্মকর্তাদের আন্তরিকতা এবং অনলাইন প্রক্রিয়ার সহজতরকরণ প্রধান ভূমিকা পালন করেছে।
একুশে সংবাদ/প.প্র/এ.জে