মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা মৎস্য অফিস ও মাওয়া কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৩ লাখ ২০ হাজার পিস অবৈধ বাগদা চিংড়ির রেনু এবং ৬ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার মাওয়া পদ্মা সেতুর উত্তর থানার খান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে খুলনাগামী ঢাকা মেট্রো ড-১২-৪০৭১ নম্বরের একটি ট্রাক তল্লাশি করে এসব অবৈধ চিংড়ি রেনু জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ির আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা। অপরদিকে ঢাকাগামী ঢাকা মেট্রো ন-১৭-৪৬২৭ নম্বরের একটি পিকআপ তল্লাশি করে ৬ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খান বাড়ি মোড়, পদ্মা সেতু টোলপ্লাজা সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব অবৈধ বাগদা চিংড়ি রেনু পোনা ও অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত অবৈধ রেনু পোনাগুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয় এবং জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে