মরহুম পৌর চেয়ারম্যান একেএম সিরাজুল হক সিরুমিয়ার স্মৃতিতে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেলে খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ গোলে জয়ী হন কোটচাঁদপুর ফুটবল একাদশ, যা যশোর ফুটবল একাদশকে পরাজিত করে।
গেল ৫ আগস্ট উদ্বোধন করা এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ছিল, তবে দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে কোটচাঁদপুর একাদশ প্রথম গোল করেন। পরে আরও একটি গোল যুক্ত করে দলটি ২-০ গোলে জয় নিশ্চিত করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ৬০ হাজার টাকা এবং রানার্স-আপকে ৪০ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্যানেল মেয়র খোন্দকার শরাফত হোসেন। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষণা সম্পাদক কে এম আমিরুজ্জামান খান শিমুল।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা। খেলার শেষে মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/এ.জে