চট্টগ্রাম-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে একটি মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দিপু (১০) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম-সিলেট মহাসড়কের কাঁচপুর ব্রিজের নিচে জামে-উলুম মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দিপু সেনপাড়া আলতাব মিয়ার বাড়ির ভাড়াটিয়া সাগরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।
তিনি আরও বলেন, ঢাকা মেট্রো-ট-২০-৫০৮৬ সিরিয়ালের একটি মালবাহী ট্রাকের অজ্ঞাত চালক দ্রুতগতিতে সাইকেল আরোহী শিশু দিপুকে ধাক্কা দেয়। এতে ওই শিশু ছিটকে রাস্তার মাঝখানে পড়ে যায়। এ সময় শিশুটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে ঘটনার পরে ঘাতক ট্রাকচালক দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

