AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে কাজী সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন



বোয়ালখালীতে কাজী সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে বোয়ালখালী পৌরসভার ১নং ওয়ার্ডের কধুরখীল এলাকার কাজী সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগ বেড়েছে স্থানীয়সহ সড়ক দিয়ে যাতায়াত করা প্রায় লক্ষাধিক মানুষের।

শুক্রবার (৮ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, সড়কটির দুই পাশের প্রায় অংশ ধসে গেছে। কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সড়কটির কিছু অংশ ভেঙে একেবারেই সরু হয়ে গেছে, যার কারণে দুটি সিএনজি অটোরিকশা একে অপরকে ক্রস করতে পারছে না।

এই অবস্থায় গত দুই বছর ধরে সড়কটিতে কোনো মেরামত বা সংস্কার কাজ হয়নি প্রশাসনের পক্ষ থেকে। স্থানীয়রা নিজ উদ্যোগে জোড়াতালি দিয়ে চলাচলের উপযোগী করে রেখেছিলেন। কিন্তু বর্তমানে সড়কটি ভেঙে দু’ভাগে বিভক্ত হয়ে চলাচল বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সড়কটিতে একটি হাই স্কুল, দুটি কিন্ডারগার্টেন ও কয়েকটি মাদ্রাসা রয়েছে। প্রায় হাজার খানেক শিক্ষার্থীর চলাচলের একমাত্র পথ এই সড়ক। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা চাকরিজীবী নুরুল আলম বলেন, “সড়কের এমন অবস্থা আগেও ছিল, কিন্তু গত সপ্তাহের বৃষ্টি ও জোয়ারের পানিতে পুরো সড়ক ভেসে গিয়ে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় খুব কষ্ট হচ্ছে। গাড়িতে করে যাওয়া যাচ্ছে না, হেঁটে কষ্ট করে চলাচল করতেও সমস্যা হচ্ছে। জনপ্রতিনিধি না থাকায় এমন পরিস্থিতির কথা বা সমস্যাগুলো পৌরসভার প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আনা যাচ্ছে না।”

পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, “পৌর প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে অতি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে।” এ বিষয়ে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ জানান, সড়কটির ব্যাপারে তিনি অবগত হয়েছেন এবং পৌরসভার প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!