বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিদ্যারবাহন ২নং ওয়ার্ডে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এক অসহায় দিনমজুর পরিবারের পৈতৃক ভিটেমাটি দখলের ঘৃণ্য চেষ্টা চালিয়েছে একদল দুর্ধর্ষ সন্ত্রাসী।
সোমবার (৪ আগস্ট) সকালে সংঘবদ্ধ ওই ভূমিদস্যু চক্রটি জমিতে হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী মিনা মিশ্রী গাইন নামের এক নারী এ ঘটনায় মোংলা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি জানান, তার পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। বিষয়টি আদালতে গড়ালে বিচারিক রায়ে তিনি মালিকানা ফিরে পান। কিন্তু আদালতের রায় উপেক্ষা করে একদল লোভী ও দুর্বৃত্ত জমিটি জবরদখলের পাঁয়তারা শুরু করে।
অভিযোগে বলা হয়, সন্ত্রাসীদের নেতৃত্ব দেন বিভাষ গাইন (৫০)। তার সঙ্গে ছিলেন ফরিদ শেখ (৪৪), সোবাহান ফকির (৪১), অজিৎ হালদার (৪২), চম্পক গাইন (৬০) ও সুদীপ গাইন (১৯)। এদের মধ্যে একজন আত্মীয় হলেও বাকিরা স্থানীয়ভাবে চিহ্নিত ভূমিদস্যু।
মিনা মিশ্রী গাইনের ভাষ্যমতে, ৪ আগস্ট সকাল ৯টার দিকে অভিযুক্তরা আরও ৫-৬ জন অজ্ঞাতনামা সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে তার জমিতে অনধিকার প্রবেশ করে জবরদখলের চেষ্টা চালায়। বাধা দিলে তারা তাকে অকথ্য গালিগালাজ ও শারীরিক আক্রমণের চেষ্টা করে। প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে যাওয়ার আগে তারা প্রাণনাশ, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও দাঙ্গা সৃষ্টির হুমকি দেয়।
এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে স্থানীয়রা জানান, অভিযুক্ত চক্রটির বিরুদ্ধে এর আগেও জমি দখল, হুমকি-ধমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগ রয়েছে। প্রশাসনের কঠোর পদক্ষেপ না থাকায় তারা এখন বেপরোয়া হয়ে উঠেছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করে আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তারা আশঙ্কা করছেন, প্রশাসনের দেরিতে পদক্ষেপ ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে