বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাওলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) হাবিবুর রহমানের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।
জানা গেছে, ২০২৩ সালে হাবিবুর রহমান খাওলিয়া ইউনিয়ন পরিষদে সচিব হিসেবে যোগদান করেন। এরপর থেকে তৎকালীন চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমানের ঘনিষ্ঠতা অর্জন করে তিনি চেয়ারম্যানের ছত্রচ্ছায়ায় বিভিন্ন নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হন। চেয়ারম্যান অপসারিত হলেও হাবিবুর রহমান বহাল তবিয়তে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, হাবিবুর রহমান বর্তমানে পরিষদের প্রশাসকের সঙ্গে অসহযোগিতা করছেন। তিনি পরিষদের ব্যাংক হিসাব প্রশাসকের নামে হস্তান্তর করেননি এবং আর্থিক বিষয়ে কোনো তথ্য-উপাত্তও প্রশাসকের কাছে জমা দেননি। পরিষদের বিভিন্ন খাতের আয়-ব্যয়ের হিসাব চাওয়ায় প্রশাসকের বিরুদ্ধে ষড়যন্ত্রের পাঁয়তারা চলছে বলেও অভিযোগ উঠেছে।
হাবিবুর রহমানের বিরুদ্ধে জন্মনিবন্ধন কার্যক্রমে অনিয়ম, সরকারি বিভিন্ন অনুদান (যেমন: ভিজিডি, ভিজিএফ), ট্রেড লাইসেন্স ফি পরিষদের কোষাগারে জমা না দেওয়া, ক্ষমতার অপব্যবহার, দুর্ব্যবহার ও প্রশাসনিক বিধিমালা অমান্য করে চলার একাধিক অভিযোগ স্থানীয়দের মুখে শোনা যাচ্ছে।
এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও হাবিবুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, “খাওলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/বা.প্র/এ.জে