৫ আগস্ট, বর্ষাবৃষ্টির মধ্যেও কেশবপুরের বিএনপি নেতা-কর্মীরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক ও তারেক রহমানের আহ্বানে এগিয়ে এসে শক্ত অবস্থান প্রমাণ করেছেন।
উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ মিছিল শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আপনারা ধানের শীষের বিজয় নিশ্চিত করেছেন, ইনশাআল্লাহ আগামী দিনগুলোতেও প্রমাণ করবেন।”
পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর সেক্রেটারী শেখ শহিদুল ইসলাম, উপজেলা সহ-সভাপতি হুমায়ুন কবির পলাশ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস, সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু সহ অন্যান্য নেতারা।
একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
একই দিনে বিকেলে জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মজিদপুর ইউপি চেয়ারম্যান আবু বকর আবু ও শহীদ তৌহিদুর রহমানের কবর জিয়ারত করেন সভাপতি আবুল হোসেন আজাদ ও দলীয় নেতা-কর্মীরা।
একুশে সংবাদ/য.প্র/এ.জে