মৌলভীবাজারের কমলগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের সুস্থতা কামনায় দোয়া, আলোচনা সভা ও “জুলাই ডকুমেন্টারি” প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ আগস্ট) সকাল ১১টায় “জুলাই যোদ্ধা” কমলগঞ্জ উপজেলার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন এবং কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম. এ. ওয়াহিদ রুলু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘জুলাই যোদ্ধা’ ইমন হোসেন, সালেহ আহমদ, খালেদ আহমদ, মহিন মিয়া এবং নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আহত ‘জুলাই যোদ্ধাদের’ মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের ত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। তাদের দেশের প্রতি অবদান স্মরণ করে বক্তারা সে সময়কার প্রেক্ষাপট ও ঘটনাবলি নিয়ে বিশ্লেষণ করেন।
পরবর্তীতে প্রদর্শিত “জুলাই ডকুমেন্টারি”-তে গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ মুহূর্ত, সংগ্রামী দৃশ্য এবং শহীদদের স্মৃতিচারণ স্থান পায়।
অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি মো. শাহিন মিয়া, পাপিয়া মইনু তমা, আব্দুস সামাদ মুন্না, আদিল মিয়া, আবুল কাসেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণআন্দোলনের কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সবশেষে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে