ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী তালুকদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৩ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ সূত্র জানিয়েছে, সম্প্রতি কয়েকজন রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। লিয়াকত আলী তালুকদারের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মামলা বা অভিযোগ রয়েছে কি না, সে বিষয়টি তদন্তাধীন।
উল্লেখ্য, লিয়াকত আলী তালুকদার ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ছিলেন এবং দীর্ঘদিন স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। মেয়র থাকাকালীন সময় রাজনৈতিক বিতর্কেও জড়িয়েছিলেন তিনি।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে