রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজনের বিরুদ্ধে মাদক আইনে সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (৩ আগস্ট) সকালে গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ মহসিন মোল্লা (২৫), দুপুরে হ্যাচারিজ এলাকা থেকে ৩০ পুরিয়া হেরোইনসহ সোহেল মাতুব্বর (২৭), এবং এর আগের দিন শনিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ এলাকা থেকে ৩০ পুরিয়া হেরোইনসহ ইয়াছিন শেখ (৩০) কে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, সোহেল মাতুব্বরের বিরুদ্ধে ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় মাদক আইনে সাতটি মামলা রয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধেই পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে