চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক রাতেই ৫টি গরু ও ২টি মহিষ চুরির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় খামারিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রবিবার (৩ আগস্ট) গভীর রাতে উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়নের গোবাদিয়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারিরা জানান, তারা দীর্ঘদিন ধরে কৃষিকাজের পাশাপাশি বিভিন্ন জাতের গবাদিপশু পালন করে আসছেন। গোবাদিয়া এলাকায় শতাধিক খামার রয়েছে, যেখানে কয়েক শতাধিক গরু-মহিষ পালন করা হয়।
খামারি মজিবুর রহমান জানান, রাত আনুমানিক ৩টার দিকে তার খামারের তালা কেটে ৪টি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। একই সময়ে মনজুর আলমের খামার থেকে ১টি গরু (মূল্য আনুমানিক ১ লাখ টাকা) এবং মোহাম্মদ শফির খামার থেকে ২টি মহিষ (মূল্য আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা) চুরি হয়।
এ বিষয়ে বারশত ইউনিয়ন পরিষদের সদস্য এম এ কায়ুম বলেন, “গভীর রাতে গরু-মহিষ চুরির বিষয়টি জানার পর খামারিদের থানায় অভিযোগ করতে বলেছি।”
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে