AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলা ও পটুয়াখালী উপকূলে কোস্ট গার্ডের অভিযান, অবৈধ ট্রলিং বোটসহ ৯ জেলে আটক



ভোলা ও পটুয়াখালী উপকূলে কোস্ট গার্ডের অভিযান, অবৈধ ট্রলিং বোটসহ ৯ জেলে আটক

ভোলা ও পটুয়াখালী উপকূলে পৃথক অভিযানে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, নয়টি বেহুন্দী জাল ও নয়জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৩১ জুলাই ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ জুলাই) সকাল ৬টা ৩০ মিনিটে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা কর্তৃক চরফ্যাশন থানাধীন ডালিরহাট বাজারসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি অবৈধ ট্রলিং বোট, প্রায় ১৫০ মিটার ট্রলিং জালসহ একজন জেলে আটক করা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে পটুয়াখালীর কলাপাড়া থানাধীন আলীপুর আমখোলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, নয়টি বেহুন্দী জালসহ আটজন জেলে আটক করা হয়।

পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা ট্রলিং বোটগুলো থেকে সকল প্রকার অবৈধ ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। আটককৃত জেলেসহ জব্দকৃত ট্রলিং বোট ও জাল যথাযথ আইনগত ব্যবস্থার জন্য চরফ্যাশন ও কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ভো.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!