AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এসএসসিতে ১২২২ নম্বর পেয়ে মুকসুদপুরে শীর্ষে ফারহানা



এসএসসিতে ১২২২ নম্বর পেয়ে মুকসুদপুরে শীর্ষে ফারহানা

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্যে ১২২২ পেয়ে ব্যতিক্রমী কৃতিত্ব অর্জন করেছে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা ফরহাদ। উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত এই শিক্ষার্থী হতে পারেন গোপালগঞ্জ জেলারও সেরা—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফারহানা ফরহাদ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চন্ডিবরদী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম ফরহাদ রিপন সরদারের মেয়ে।

শুধু ভালো ফলাফল নয়, তার চোখে একটাই স্বপ্ন—ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে ফারহানা। তার এই সাফল্যে খুশি শিক্ষক, পরিবার ও এলাকাবাসী।

ফারহানার বাবা বলেন, “আমার মেয়ের এমন অর্জন আমাদের গর্বিত করেছে। আমরা চাই, সে মানুষের জন্য কাজ করুক।”

বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, শুরু থেকেই ফারহানা ছিল পরিশ্রমী ও মনোযোগী। তার এই সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

ফারহানা ও তার পরিবার দেশবাসীর দোয়া কামনা করেছে, যেন সে ভবিষ্যতে নিজের স্বপ্নপূরণ করতে পারে।

 

একুশে সংবাদ/গো.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!