ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেখ মোহাম্মদ শামীম। তিনি সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে উপজেলা সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা রওশন আলম।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ শামীম বলেন, “আমি রাজনীতিবিদ—মানুষের পাশে থাকতেই রাজনীতি করি। ছাত্র রাজনীতি থেকে শুরু করে জীবনের বেশিরভাগ সময় রাজনীতিতে যুক্ত থেকেছি। আমার বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা হয়েছে, বহুবার জেলে গেছি, নির্যাতনের শিকার হয়েছি। রাজনীতি করি বলেই মামলা, জেল ও জুলুমকে স্বাভাবিকভাবে নিয়েছি। আমি আশাবাদী, আমার ত্যাগ ও নিষ্ঠা বিবেচনায় আমার দল ও নেতারা আমাকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ দেবেন।”
তিনি আরও বলেন, “আমি সাংবাদিকবান্ধব। সরাইল-আশুগঞ্জের সাংবাদিক বন্ধুদের এবং সর্বস্তরের মানুষের ভালোবাসায় এই দুটি উপজেলাকে একটি মডেল অঞ্চলে পরিণত করতে চাই।”
এ সময় সরাইল উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে