নওগাঁর মান্দা উপজেলার খোর্দ্দ বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্বে পুনরায় মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান (জিয়া)। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সম্প্রতি তাঁকে এই দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
দ্বিতীয়বারের মতো এ দায়িত্ব পেয়ে অ্যাডভোকেট জিয়াউর রহমান সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং একটি আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা প্রত্যাশা করি।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক বলেন, “অ্যাডভোকেট জিয়াউর রহমান একজন অভিজ্ঞ, দায়িত্বশীল ও শিক্ষানুরাগী ব্যক্তি। তিনি অতীতেও সভাপতির দায়িত্ব পালনের সময় বিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা আশাবাদী, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে।”
উল্লেখ্য, অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান পেশায় একজন অভিজ্ঞ আইনজীবী। তিনি রাজশাহী ও নওগাঁ জজ আদালতে দীর্ঘদিন আইন পেশায় নিয়োজিত রয়েছেন। এর আগেও তিনি বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন এবং তাঁর মেয়াদকালে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি সাধিত হয়।
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝেও এ খবরে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন— অভিজ্ঞ সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও পরিবেশে আরও ইতিবাচক পরিবর্তন ঘটবে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে