AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দ্বিতীয়বারের মতো দেশসেরা দুমকী উপজেলার ইউএনও ইজাজুল হক


Ekushey Sangbad
দুমকি প্রতিনিধি,পটুয়াখালী
০৭:৫০ পিএম, ৩১ জুলাই, ২০২৫

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দ্বিতীয়বারের মতো দেশসেরা দুমকী উপজেলার ইউএনও ইজাজুল হক

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে টানা দ্বিতীয়বারের মতো দেশব্যাপী শীর্ষ অবস্থান ধরে রেখেছে পটুয়াখালীর দুমকী উপজেলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক এই সাফল্যের নেতৃত্ব দিয়েছেন।

মে মাসে দেশব্যাপী প্রথম হওয়ার পর জুন মাসেও নিবন্ধন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২৩৩ শতাংশ অর্জনের মাধ্যমে প্রথম স্থান ধরে রাখে উপজেলা প্রশাসন। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উল্লেখযোগ্য যে, মে মাসে জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১২৮টি, অর্জন হয়েছিল ৩৮৩টি। একই মাসে মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৩৫টি, যেখানে অর্জন হয় ১০৪টি। শতকরা হারে জন্ম নিবন্ধনে অর্জন ২৯৯ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনে ২৯৭ শতাংশ। গড় হিসেবে ২৯৮ শতাংশ অর্জন করে সারা দেশের মধ্যে শীর্ষে অবস্থান করে দুমকী উপজেলা।

এই ধারাবাহিক সাফল্য প্রসঙ্গে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, “টানা দুইবার দেশসেরা হতে পেরে আমি আনন্দিত। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সদস্য এবং গ্রাম পুলিশ সদস্যরা সবাই যার যার জায়গা থেকে পরিশ্রম করেছেন। আমি টিম লিডার হিসেবে নিয়মিত তদারকি করেছি। সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে।” তিনি আরও বলেন, “এই সাফল্য শুধু আমার নয়; এটি দুমকীবাসীর, এটি পুরো পটুয়াখালী জেলার সম্মিলিত অর্জন।”

ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধনে টানা দ্বিতীয়বার প্রথম হওয়ায় দুমকী উপজেলার ইউএনওকে অভিনন্দন জানাই। তবে নিবন্ধন কার্যক্রম আরও গতিশীল করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

তিনি এ কার্যক্রমে অংশগ্রহণকারী ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য এবং গ্রাম পুলিশের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!