AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সততা-মহানুভবতায় অনন্য ভাঙ্গুড়ার ইউএনও নাজমুন নাহার



সততা-মহানুভবতায় অনন্য ভাঙ্গুড়ার ইউএনও নাজমুন নাহার

ছবি ক্যাপশন: কর্মগুণে প্রশংসিত পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার

পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার দায়িত্ব গ্রহণের পর থেকেই দাপ্তরিক কাজের পাশাপাশি জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

মাত্র এক বছরের মধ্যে তিনি উপজেলার সার্বিক উন্নয়নে অসংখ্য কার্যক্রম বাস্তবায়ন করেছেন। তাঁর দপ্তরের কার্যকর উদ্যোগের ফলে সাধারণ মানুষ সহজে ও নির্বিঘ্নে সরকারি সেবা পাচ্ছেন।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এখন সাধারণ মানুষ, শিক্ষার্থী, কবি-সাহিত্যিক, সমাজসেবক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরাসরি ইউএনও’র সঙ্গে দেখা করে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারছেন।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে ইউএনও নাজমুন নাহার উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে এগুলোর কার্যক্রম উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ১৯৮১ সালে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ গঠনের পর প্রথমবারের মতো উপজেলা পরিষদের দৃষ্টিনন্দন প্রধান ফটকের গেট নির্মাণকাজ চলছে। পাশাপাশি উপজেলা পরিষদ পার্কের মাঠ ভরাট, শিশুদের খেলাধুলার সরঞ্জাম স্থাপন, পার্কের নান্দনিক গেট নির্মাণ এবং অফিসার্স ক্লাবের মাঠ সংস্কারের কাজ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

এছাড়াও তিনি উপজেলার তালীমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ভগ্নদশাগ্রস্ত ভবন সংস্কার করে সেটিকে একটি দর্শনীয় স্থানে পরিণত করেছেন। অল্প সময়ের মধ্যেই উপজেলা পরিষদের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজও শুরু হবে বলে জানা গেছে।

এ উপজেলাকে আধুনিকভাবে সাজিয়ে তোলার যে প্রয়াস তিনি চালিয়ে যাচ্ছেন, তা আবারও প্রমাণিত হয়েছে তাঁর এসব দৃশ্যমান উন্নয়নমূলক উদ্যোগে। স্থানীয় বাসিন্দারাও ইউএনও নাজমুন নাহারের জনসেবামূলক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভাঙ্গুড়া উপজেলার সার্বিক উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেছেন।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার একুশে সংবাদকে বলেন, "আমি জনগণের সেবক হিসেবে যা কিছু করি তা আত্মতুষ্টির জন্য নয়, বরং এটি আমার নৈতিক দায়িত্ব। স্থানীয় জনপ্রতিনিধি, মূলধারার গণমাধ্যমকর্মী ও সমাজের বিশিষ্টজনেরা আমার কাজে সহযোগিতা করছেন। উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে আমি সর্বদা সচেষ্ট।"

 

একুশে সংবাদ/পা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!