বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সিরাজগঞ্জ শিল্প পার্কের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় প্লট বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিক আঞ্চলিক কার্যালয়, রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়েজিদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের, এস এস মদিনা ফ্লাওয়ার মিলের মালিক মো. একাব্বর আলী আকবরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের এ অনুষ্ঠানে মোট ৭২ জন প্লট মালিকের মাঝে বরাদ্দপত্র বিতরণ করা হয়।
একুশে সংবাদ/সি.প্র/এ.জে